পরবাসী হন পথিক, পথিক খুঁজে নেন নিজস্ব ঘর

মন চায় ফিরে যাই। আবার মনে হয় ফিরে যাওয়ার পর কী হবে? অপার শান্তি, নাকি অনিশ্চিত আমাদের এই যাপন? আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, ২২ লাখের অধিক বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে বসবাস করেন। পৃথিবীর নানান দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের অবদানকে স্মরণ রাখতে প্রথমবারের মতো ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ উদ্‌যাপিত হবে প্রবাসী দিবস।

প্রবাসী হিসেবে আমারও প্রায় এক যুগ পেরিয়ে গেছে। নিজের তো গল্প আছেই। বাইরে কোথাও গেলে প্রবাসী কোনো ভাইকে দেখে যখন জিজ্ঞেস করি, কেমন আছেন। শুরু হয় সুখ–দুঃখের সাতকাহন, আলো অন্ধকারে কাটানো প্রবাসী জীবন। ১৫ বছর আগে আমি যখন এই দেশে এসেছিলাম, তখন খুব কান্না পেত। নামাজের সময় মসজিদে গেলে বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা হতো, নামাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে সুখ–দুঃখের আলাপ হতো। অচেনা মানুষের কষ্টের কথা শুনে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদেছিলাম, এই গল্প শুনিয়েছিলেন জেদ্দাপ্রবাসী। এমনই নানা গল্প দেশে-বিদেশের প্রবাসজীবনের মনের কোণে কোণে।

প্রবাসজীবনের মানসিক নানা সমস্যার আরেক কারণ চোখে পড়ে অর্থনৈতিক দিক থেকে। অনেকেই বছরের পর বছর দেশে বা পরিচিত, বন্ধুবান্ধবের কাছে ফিরতে পারেন না, শুধু অর্থনৈতিক কারণেই। ঘন ঘন যাতায়াতের খরচ বা ছুটির সমস্যা—অনেকেই সেটা সচেতনভাবে কমাতে চান। তাই একলা ঘরে এই একলা চলার অভ্যাস।

ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে মানুষ ঘর থেকে পথে নামেন—পরবাসী হন পথিক, পথিক খুঁজে নেন নিজস্ব ঘর। গ্রামীণ খোলা হাওয়ায় বড় হওয়া মানুষ বিদেশে চাকরিতে হয়ে পড়েন প্রবাসী। নিজের গড়া ঘর কারও কারও কাছে পরবাস হয়ে ওঠে। বিয়ে করে ঘর ছাড়া সারা জীবন কখনো আবার একটি নিজস্ব ঘরের অন্বেষণ। নিজস্ব আবাসের জন্য তাই মানুষের আবহমান এ যাত্রা। পৃথিবী কি সেসব মনে রাখে? নতুন মানুষের নতুন যাত্রা শুরু হয় দেশ, সমাজ, মনের সীমানা ছাড়িয়ে। আমার দেখা প্রবাসজীবন নিয়ে কবিতার শব্দে লিখেছি— প্রবাসী তোমার জয় হোক।
ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে
প্রবাস নিলে বেছে,
ঘুরালে সবার জীবন চাকা
নিজের জীবন বেচে।
প্রবাসী তোমার জয় হোক
না খেয়ে যে কাটল সময়
রাত কাটালে খালি পেটে,
চামড়া পুড়ে ভিজল ঘামে
ভরদুপুরে খেটে খেটে।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসে ইলিশ খাওনি তুমি
দাম বেশি হওয়ায়,
পাঠাও বাসায় অনলাইনে
পেমেন্ট করে।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসী তুমি ঈদের রাতে
যাওনি নিজের জন্য
পাঞ্জাবি কিনতে,
তোমার ওপর অনেক
দায়িত্ব পড়ে গেছে।
প্রবাসী তুমি অসুস্থ হলে
যাও না ডাক্তারের কাছে,
যতক্ষণ না উঠতে কষ্ট হয়
বিছানা থেকে।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসী তুমি টাকা বাঁচাতে
উঠেছ লোকাল বাসে
সড়ক দুর্ঘটনায় যায়
তোমার প্রাণ।
প্রবাসী তোমার জয় হোক...