সিডনিতে প্রাক্তন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অনুষ্ঠানের একাংশছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। গত শনিবার সিডনিতে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের সমাগমে মুখরিত হয়ে উঠে। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের আরম্ভ করা হয়। অস্ট্রেলিয়ায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনের এবারই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

নারী দিবসকে সামনে রেখে আয়োজিত এ পুনর্মিলনীর শুরু হয় সকালের নাশতা আর কুশল বিনিময় ও পরিচয় পর্বের মধ্য দিয়ে। অনুষ্ঠান প্রাঙ্গণের প্রবেশপথেই প্রাক্তন ছাত্রী শুকতি সারিতার আঁকা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের করিডরের ছবি সবার নজর কাড়ে।

এরপর শ্রাবন্তী কাজী এবং সূচনা চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষ শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জেসমিন শফিককে সম্মাননা প্রদান করা হয়। আগামীতে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আশা ব্যক্ত করে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানায় আয়োজক সংগঠন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অস্ট্রেলিয়া।