এফবিএমএসএর বার্ষিক কনভেনশন এবং বৈজ্ঞানিক সেমিনার ২৪-২৫ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) বার্ষিক কনভেনশন এবং বৈজ্ঞানিক সেমিনার এবার সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৪-২৫ সেপ্টেম্বর বার্ষিক কনভেনশন এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (বামসা) এ সম্মেলনের আয়োজক।

অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে থেকে বাংলাদেশি চিকিৎসকেরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়ার সভাপতি চিকিৎসক মো. ওয়াজিদ বলেন, দুই শতাধিক চিকিৎসক এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথ অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিস্টার ক্রিস পিকটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিশেল এটচিসন। এ সম্মেলন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক এবং তাঁদের পরিবারের সদস্যদের একটি মিলনমেলায় পরিণত হয়। চিকিৎসকেরা অধীর আগ্রহে এ কনভেনশনে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় থাকেন। বিজ্ঞপ্তি