জাপানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

৫১তম মহান বিজয় দিবস উদ্‌যাপনে জাপানের টোকিওর দূতাবাসে জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়
ছবি: বিজ্ঞপ্তি

যথাযথ মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস। বিদ্যমান কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রবাসী বাংলাদেশি, জাপানিজ সুধীজন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানের পরবর্তী অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার জাতীয় নেতাসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে, দেশ ও দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।      

পরে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা লাভের পর থেকেই জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। উন্নয়ন কর্মকাণ্ডে জাপান সব সময় বাংলাদেশের পাশে থেকেছে। দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোরেল প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণ প্রকল্পের মতো বড় বড় প্রকল্প জাপানের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

৫১তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস
ছবি: বিজ্ঞপ্তি

আলোচনা পর্বে সাবেক রাষ্ট্রদূত মাতসুহিরু হরিগুচি, জাপান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সাবেক রাষ্ট্রদূত কিইয়কাজু ওটা এবং টোকিওর দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের শিল্পী ওতসুবো ওসামু প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান ও বাংলাদেশের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা ও স্থানীয় ব্যক্তিরা। মহান মুক্তিযুদ্ধের ওপর ভিডিও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি