আনন্দমুখর পরিবেশে বাহরাইনে বিজয় দিবস উদ্‌যাপিত

ছবি: দূতাবাসের সৌজন্য

যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, মানামাতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। সোমবার, ১৬ ডিসেম্বর সকালে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস পতাকা উত্তোলন শেষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতা; দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিন বাহরাইনের জাতীয় দিবস এবং মহামহিম রাজার সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সের শুভেচ্ছা বাণী বাহরাইনের জাতীয় দৈনিক দ্য ডেইলি ট্রিবিউন এবং ম্যাগাজিন বাহরাইন দিজ মান্থে প্রকাশিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

ছবি: দূতাবাসের সৌজন্য

অনুষ্ঠানে বাহরাইনে বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এবারে বাহরাইনে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় অংশগ্রণকারী বাংলাদেশ দলকে সম্মানিত করেন এবং দূতাবাসের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সব পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি