দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমে এলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ মন্ত্রীরা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভ করেছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গত শুক্রবার জুমার নামাজের পর প্রিটোরিয়ার কূটনীতিক এলাকায় স্থানীয় ও বিভিন্ন দেশের হাজারো মানুষ বিক্ষোভ প্রতিবাদ করেন।

দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষ
ছবি: সংগৃহীত

এদিকে গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে শহরটিতে থাকা কয়েক শ বাংলাদেশি যোগ দিয়েছিলেন বিক্ষোভ মিছিলে।

ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমে এলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীরা। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল এএনসির পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।