রক্ত রবি
জাহান সৈয়দ মিনা, ওকভীল, অন্টারিও, কানাডা
এ-কি হেরিনু আমি এই গোধূলি লগনে,
নিমজ্জিল রবি কেমনে আজি রক্ত স্নানে।
পশ্চিম গগনে বিলীয়মান ইষৎ লালিমা,
শুভ্র মেঘেদের অন্তরালে লুকিয়ে নীলিমা।
পাতার ফাঁকে ফাঁকে উঁকি দেয় রক্ত লাল সূর্য
এ কেমন অসাধারণ দৃশ্য একি আশ্চর্য!
সূর্যের মুখমন্ডলে লেপন করিল কে এই রক্তিম বর্ণ?
ঠিকরে পড়া আলোর রশ্মি বিলুপ্ত কি যে অনন্য।
মেঘেরা কখনো উড়নি দিয়ে মুখটি রবির ঢাকে,
মেঘ সরে গেলে রবি আবার রক্ত আবীর মাখে।
চমৎকার এই ছবি আজ হৃদয়পটে রইলো আঁকা,
এ জীবনে এমন দৃশ্য যদি না হয় আর দেখা।