সংগ্রাম

ছবি: লেখকের পাঠানো

শত বাধা, শত শপথ,
তবু স্বপ্ন মরে না,
যে লড়তে জানে, জয় তারই,
সংগ্রাম কখনো হারে না!
সংগ্রাম মানে পথের কাঁটা,
স্বপ্ন ছোঁবার শুরুটা,
তবু কষ্ট সয়ে যেতেই হয়,
গড়ে নিতে পথটা।
ঝড়ের রাতে দীপ যে জ্বলে,
সাহস দেয় বুকের মাঝে,
যোদ্ধা কখনো থামে না,
আলো আসে পথের সাঁজে।
হাজার গ্লানি, শত বঞ্চনা,
ডাকে নতুন আশায়,
যে লড়তে পারে, দাঁড়াতে জানে,
বিজয় তারই পাশে রয়।
হারতে শেখেনি যে হৃদয়,
তারই হাতে জয় লেখা,
সংগ্রামে যে জীবন গড়ে,
তারই নামে জয়ধ্বনি বহে!