কবিগুরুর জন্মদিনে পর্তুগালপ্রবাসীদের মিলনমেলা

পর্তুগালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবির জীবন, দর্শন ও সাহিত্যের আলোচনা সভার আয়োজন করেছে পর্তুগাল সাহিত্য সংসদ। গত রোববার লিসবনের আল্টো দে লা সেরাফিনা পার্কের খোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশি লেখক ও সাহিত্যিক, সাংস্কৃতিক, সাংবাদিক,  সামাজিক ও আরও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বাংলার শৈল্পিক ব্যক্তিরা।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন এনামুল হক ও আবুল হোসেন। পাশাপাশি প্রধান অতিথি হিসেবে সাহিত্যের ওপর আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, লেখিকা ও সাহিত্যিক ফৌজিয়া খাতুন রানা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা রনি হোসাইন।

অনুষ্ঠানে সবার উপস্থিতিতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নাঈমা বিথি, হাবিবুল্লাহ ও লায়লা হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন খাইরুল কবির শিমুল, আহম্মেদ লিটন, সাকির হাসান, আলম, প্রান্ত সাহা, সপ্নিল নিশান, শাহীন, মোহাম্মদ সোহাগ, রুনা আক্তার।