জার্মানিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
জার্মানিতে আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গত রোববার (১৯ মার্চ) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়। জাতির জনকের জন্মদিনের এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ভার্চ্যুয়াল বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন বর্ষীয়ান রাজনীতিবিদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নূরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পুঁথি পাঠ করে শোনান আইনজীবী তৌহিদা নাজনীন।
এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন মাসুদুর রহমান, নুরে আলম সিদ্দিক, সূর্য কান্ত ঘোষ, আলমগীর আলী, মুরার মাহামুদ ব্যাপারী, কামাল ব্যাপারী, শেখ শাহআলম, শেখ রেদোয়ান, ওয়াদুত মিয়া, লিখন খান, জহির মাস্টার, ফরিদ মিয়া, বেলাল হোসেন, আওয়াল খানসহ আরও অনেকেই।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহতী জীবন এবং বাংলাদেশের জন্য তাঁর অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মোশাররফ হোসেন ভূঁইয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসার কথা বলেন।
মুহাম্মদ ফারুক খান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ফলে বাংলাদেশ কীভাবে আজ ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে, তা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।