একটা তুমির গল্প

অলংকরণ: মাসুক হেলাল

কোনো কিছু পাওয়ার আনন্দ আপনাকে সজীব রাখবে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন থেকে যাবে। একটা মানুষ ঠিক তখনই কাঁদে, যখন নিজের সঙ্গে লড়াই করে সে পরাজিত হয়। মৃত্যু কেবল মানুষের দেহেরই হয় না, স্বপ্ন ও ইচ্ছারও মৃত্যু হয়। মেঘ যেমন জলের ভার সইতে না পেরে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তেমনি হৃদয়ও কষ্টের ভার সইতে না পারলে অশ্রু হয়ে ঝরে পড়ে। সুখ মানুষের হাতে খুব কম সময়ের জন্যই ধরা দেয়। তাই অস্থায়ী কোনো আবেগকে স্থায়ী সিদ্ধান্ত হতে দেবেন না। আবেগকে বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করুন। সময় অতি মূল্যবান, তাকে নিশ্চিত করুন যে আপনি সঠিক মানুষটির সঙ্গেই সময় ব্যয় করছেন। আপনার দুঃখ অতি মূল্যবান, তাই প্রিয় মানুষটির সঙ্গেই তা শেয়ার করুন। শূন্যতা—এটি একটি করুণ শব্দ, যার প্রভাবে জীবনে কালো ছায়া নেমে আসতে পারে। শূন্যতায় ভরা জীবন বড়ই ভয়ংকর। তাই আবেগ অনেক সময় অশান্ত ও বিড়ম্বনাময় হয়ে উঠতে পারে।

কিছু হারিয়ে গেলে ফিরে পাওযার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কেউ যদি বদলে যায়, তাকে ফেরাবেন কী করে? তাই অভিমানকে অভিমানের জায়গায় রাখুন, অভিমানকে আবেগের সঙ্গে মিশতে দেবেন না। নিজেকে ব্যস্ত রাখুন; দেখবেন ভালো থাকা শিখে গেছেন। মনের কথা প্রকাশ করুন, মনের কথা প্রকাশ না করলে কষ্ট বেশি পাবেন, আর মনের রাগ–অভিমান ভাগ করে নিন, তাতে কষ্ট কমে যাবে। সব আনন্দ কেবল পূর্ণতাতেই হয় না, অসম্পূর্ণতাতেও অনেক আনন্দ আছে। এভাবে ভাবুন না দেখি, ‘তুমি সুন্দর বলে ভালোবাসি না, আমি ভালোবাসি বলেই তুমি এত সুন্দর’—দেখবেন অনেক মজা পাবেন। প্রত্যেক মানুষেরই একটা তুমির গল্প আছে। নগ্ন দেহে কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা থাকে প্রিয়ার চুলে, খোঁপায়, ঠোঁটে, গালে, কপালে, চোখে আর অভিমান হচ্ছে হৃদয়ের গোপন জিনিস।

পৃথিবীর সবাই চাইবে আপনি ভালো থাকুন, কিন্তু কেউই চাইবে না আপনি তার মতো করে ভালো থাকুন। তাই বাস্তবতা না মানলে আপনি শুধু ক্লান্তই হবেন। একটা কথা মনে রাখবেন, বিধ্বস্ত নগরীকে হয়তো পুনর্গঠন করা যায়, কিন্তু বিধ্বস্ত হৃদয়কে আপনি পুনর্নির্মাণ করবেন কী করে? তাই মেনে নিন অথবা মানিয়ে নিন, দেখবেন পৃথিবীর শীর্ষ সুখী মানুষদের তালিকায় আপনিও একজন।