ওয়াশিংটনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস পালিত

ছবি: বিজ্ঞপ্তি

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সব শহীদকে স্মরণ করে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যাঁরা অকাতরে জীবন দিয়েছেন, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল–১) নাজনীন সুলতানা।

এরপর জুলাই গণ–অভ্যুত্থানের ওপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব তথ্যচিত্রে ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।

জুলাই গণ–অভুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।

জুলাই গণ–অভ্যুত্থানের সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয়প্রধান মো. আরিফুর রহমান। তথসূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]