শেষে শুধু শূন্যতাই থেকে যায়
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অজস্র রাতের বেদনায় বোনা স্বপ্নেরা,
হাতছানি দেয় দুরন্ত এক অতলে।
হিসাব করা স্মৃতির ঝাঁপি থেকে,
হয়তো কোনো ছায়াই ফিরে আসে না।
শব্দেরা চুপ, বাণী গায় না আর গান,
দরজার বাইরে পড়ে থাকে নীরবতা।
তুমি ছিলে মনের সেই অমলিন আলো,
যা আজ খুঁজে ফিরি ছায়ার গগনে।
বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো,
একেক করে জোড়া দেয় নীরব নীরবী।
হিসাব কষেছিলাম, রেখেছিলাম চিঠি—
কিন্তু সব হিসাব ভুলে গেছে বেলা।
শেষে থাকে শুধু ছায়াময় শূন্যতা,
যে খুঁজে বেড়ায় হারানো ভালোবাসার খোঁজ।
ধুন্ধুমার স্মৃতির আড়ালে গুমোট ভালোবাসা,
যা আজ শুধু বেজে ওঠে ব্যথার সুরে।
তোমার নামে গড়া সেই অবিরাম কাব্য,
আজ কেবল ধুলোর মধ্যে হারিয়ে যায়।
শেষে শুধু শূন্যতাই থেকে যায়—
একান্ত নীরবতার মধ্য দিয়ে ছড়ায়।