অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিয়ভাজন সাদ্দাম খান ক্রীড়া সাংবাদিক, শিক্ষক ও ওয়েবভিত্তিক টিভি চ্যানেল ইয়েস টিভির স্বত্বাধিকারী হিসেবে পরিচিত ছিলেন। সিডনির বিভিন্ন পেশার বাংলাদেশি বিশেষত তরুণদের সঙ্গে তাঁর বিশেষ সখ্য ছিল। তাঁকে বাংলাদেশে দাফন করা হলেও সিডনির বাঙালিপাড়াখ্যাত ল্যাকেম্বায় বড় মসজিদ ও সেন্ট ম্যারিজ মসজিদ—দুই জায়গায় গতকাল রোববার প্রবাসী বাংলাদেশিরা তাঁর গায়েবানা জানাজার আয়োজন করেন। সিডনির বাংলাদেশি কমিউনিটি সাদ্দাম খানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এ ছাড়া আজ সোমবার সন্ধ্যায় তাঁর আত্মার মাগফিরাত কামনায় সিডনির ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব’ এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এ নিয়ে অস্ট্রেলিয়ায় সাদ্দাম খানের বন্ধুসম শামনুন চৌধুরী মৃদুল বলেন, ‘তাঁর কথা স্মরণ করলেই একটি হাসিমাখা মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে। হাস্যরস ছিল তাঁর সাধারণ ব্যবহার। ক্রীড়াসহ সিডনিতে বাংলাদেশিদের অনেক আয়োজনেই তাঁর অবদান এবং অংশগ্রহণ ছিল। চলার পথে তাঁর ভুল ত্রুটিকে ক্ষমা করে তাঁর রুহের জন্য দোয়া করি সবাই।’