জার্মানিতে শেষ হলো আন্তর্জাতিক গৃহস্থালির পণ্যমেলা আমবিয়েন্তে মেসে

জার্মানির ফ্রাঙ্কফুর্টে শেষ হয়ে গেল আন্তর্জাতিক আমবিয়েন্টে ফেয়ার বা গৃহস্থালির তৈজসপত্রের মেলা। বিশ্বের ১৭০ দেশের ৪ হাজার ৫২৮ কোম্পানি নিজেদের পণ্য নিয়ে হাজির হয়েছিল এবারের মেলায়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টিসহ মোট ৪৮টি কোম্পানি এবারের মেলায় অংশ নিয়েছিল। বাংলাদেশে স্টল উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সার্বিক তত্ত্বাবধনে ছিলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম শিপু।

বিশ্বের ১৭০ দেশের সঙ্গে বাংলাদেশের ৪৮টি কোম্পানি এ মেলা থেকে ৫০ মিলিয়ন ইউরোর অর্ডার নিয়ে ঘরে ফিরল। মেলায় আগত বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পণ্যের রপ্তানি বহুমুখী করে প্রয়োজনে প্রণোদনা দিয়ে আগামী বছর ৫০ মিলিয়ন ইউরোকে দুই বিলিয়ন করতে চায় তাঁর সরকার।

মেগা বাণিজ্য মেলার মূলমন্ত্র ছিল ‘সেলিব্রেটিং বিজনেস টুগেদার’। ৪ হাজার ৫২৮ কোম্পানির নতুন পণ্যের পসরা বসেছিল ৩ লাখ ৬০ হাজার বর্গমিটারের ২৯টি হলে। কিছু দিন ধরে চলা রেল ধর্মঘট সত্ত্বেও ফ্রাঙ্কফুর্টের ইতিহাসে অন্যতম সেরা মেগা ট্রেড ইভেন্ট ছিল এবারের মেলা। ১ লাখ ৪০ হাজার দর্শনার্থীর ভিড়ে সরগরম ছিল মেলা প্রাঙ্গণ। আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং অর্ডারিং প্ল্যাটফর্ম হিসেবে ১৭০টিরও বেশি অংশগ্রহণকারী দেশ এবং অঞ্চলের সঙ্গে শিল্পের ওয়ান-স্টপ শপ বাজার হিসেবে এই মেলা পরিচিতি ব্যবসায়ীদের কাছে।

মেলার কর্তৃপক্ষের সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রী বলেন, আগামী মেলায় তাঁর সরকার বহুমুখী পণ্য রপ্তানীর মাধ্যমে দুই বিলিয়ন ইউরো আয় করতে চায়। সঙ্গে ছিলেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারেফ হোসেন ভূঁইয়া।

**দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]