অভ্যাস নাকি ভালোবাসা?

অলংকরণ: মাসুক হেলাল

তেইশটা বছর!
এত এত তিক্ততা তোমার সাথে—
সবকিছুতেই ভিন্ন মত, দুই জনের দুই পথ।
তবুও,
তোমার পছন্দে কেনা জামা, খাবার, সাজপোশাক
অনিচ্ছা সত্ত্বেও পরেছি, খেয়েছি, হয়েছি রফাদফা।
ভাবছিলাম,
একদিন যদি ছুটি মেলে,
নিজের মতো করব চলাফেরা,
যা যা করি প্রতিদিন—সব তার উল্টো করে!
আজ,
অবসরের তিন দিন পেরোল,
খেতে গেলে খাচ্ছি—তোমারই পছন্দেরটা।
সামনে সাজানো ডজন তিনেক ড্রেস,
তবু পরলাম তোমার কেনা
সাধারণ সবুজ জামাটা।
কসমেটিক বক্স খুলে সাজিয়ে দিচ্ছে কেউ—
সাজলাম আমি,
চোখে কাজল, মুখে অলিভ অয়েল!
দিনে দুই–তিনবার ভিডিও কলে
তোমাকে নিই,
ভাবনাতেও ছিল না এতটা নিয়ন্ত্রণ।
হাজার লাখ মাইল দূরে থেকেও
তুমি কি এখনো আমাকে চালাও?
নাকি তেইশ বছরের অভ্যাস—
যা আমি চাইলেও বদলাতে পারি না?
এই কি তবে ভালোবাসা?
নাকি সংসারের নামেই
গড়ে ওঠা এক অদৃশ্য অভ্যস্ততা?

‘দূর পরবাস’–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]