সিডনিতে বাংলাদেশিদের ক্যানসার নিরাময় তহবিল সংগ্রহ
অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো বাংলাদেশিদের আয়োজনে ক্যানসার নিরাময় তহবিল সংগ্রহ। গত ২২ অক্টোবর সকাল ৯টায় ইপিং পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় তহবিল সংগ্রহের এ অনুষ্ঠান। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ক্যানসার কাউন্সিলের জন্য চা-নাশতা, পিঠাপুলি বিনিময়ে আর্থিক তহবিল সংগ্রহের এ আয়োজনে সাগ্রহে অংশ নেন সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা। পাশাপাশি দেশটির মূলধারার নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মেয়র ফিলিপ রাডক, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডমিনিক পেরোটেট, সংসদ সদস্য ডোনা ডেভিস, সংসদ সদস্য মার্ক কোরে, সিনেটর মারিয়া কোভাসিক, রাজ্যের আইন পরিষদের সদস্য ড্যামিয়েন টুডেহোপ, জ্যাকি মুনরো, রাজ্যের বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি রেজা আলী, আয়াজ চৌধুরী, আইনজীবী সিরাজুল হক, আইনজীবী রেমন্ড সলোমনসহ আরও অনেকে।
অস্ট্রেলিয়ার অন্যতম ক্যানসার নিরাময় সংগঠন ক্যানসার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সদ্য প্রতিষ্ঠিত অলাভজনক সংগঠন উদয় ইনক অনুষ্ঠানটির আয়োজন করে। সংগঠনটিতে বাংলাদেশিসহ দেশটির বহু সাংস্কৃতিক তরুণ-তরুণীকে নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সিডনিপ্রবাসী বাংলাদেশি নারী লায়লা আরজুমান বলেন, ‘প্রাথমিক অনুষ্ঠানে আমরা যে সাড়া পেয়েছি তা আমাদের আরও সমাজসেবামূলক কাজ করতে প্রেরণা জুগিয়ে যাবে। আর অস্ট্রেলিয়ার মূলধারার নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ধরনের কাজ এ দেশে বাংলাদেশিদের ভাবমূর্তি আরও বাড়াবে।’