অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে আয়োজিত হয়েছে বার্ষিক বৈজ্ঞানিক সভা। গত ৩ সেপ্টেম্বর সিডনি অলিম্পিক পার্কের নভোটেল হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভায় শতাধিক বাংলাদেশি চিকিৎসক অংশগ্রহণ করেন। সভার শুরুতে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের পরীক্ষার্থীদের জন্য একটি ব্যবহারিক কর্মশালার আয়োজন করা হয়। এরপর দিনব্যাপী স্বাস্থ্যবিষয়ক তথ্য ও প্রতিকার নিয়ে আলোচনায় বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বক্তব্য দেন।