আমি পাখি হবো
আমি পাখি হবো,
তবু কোনো খাঁচার নাম হবে না ঠিকানা।
ডানার নিচে লুকিয়ে রাখব সমস্ত না-বলা কথা,
যা আজও মাটি ছুঁয়ে কাঁদে।
আমি উড়বো না কেবল দূর আকাশে,
আমি উড়বো নিজেকে ছুঁতে,
সেই আমি, যাকে সমাজ নাম দিয়ে ভুলে গেছে—
নারী, নিম্নবিত্ত, একলা অথবা অপ্রচলিত।
আমি পাখি হবো—
ঝরে পড়া পত্রের পাশে বসে গান গাইবো,
ভাঙা গলার সুরে বলবো,
‘আমি ছিলাম, আমি আছি, আমি হবো—
আমার মতো, আমার চাওয়ায়।’
আমার ডানায় থাকবে কষ্টের রেখা,
যেন পুরোনো যুদ্ধের দাগ,
তবু সেই দাগই হবে আমার বীরত্ব,
কারণ, আমি উড়েছি—কাঁটার ভেতর দিয়েই।
আমি পাখি হবো,
কারো গল্প হবো না, কারো দয়া নয়,
আমি হবো নিজের লেখা কবিতা,
যা কেউ থামাতে পারবে না—
যা কাঁদবে, হাসবে; কিন্তু হার মানবে না।
আমি উড়বো—
নীল আকাশের গায়ে হালকা একটি স্বাক্ষর রেখে,
ঠিক সন্ধ্যার আগেই হারিয়ে যাব দূর কোনো চিলেকোঠায়,
যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে,
শুধু রেখে যাবো ডানার একটুখানি গন্ধ।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]