স্কটল্যান্ডে কমিউনিটি ফুটবলে এডিনবরাকে হারাল আবারডিন

দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও রেফারি।

স্কটল্যান্ডের দুই প্রধান নগরীতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে জমজমাট একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন হয়ে গেল রাজধানী শহর এডিনবরার হেরিওট–ওয়াট বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে (ইনডোর ফ্যাসিলিটিজ)। গত রোববার (২৮ জানুয়ারি) এডিনবরার স্কটবাংলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় আবারডিনের নর্থ সি ফুটবল ক্লাবের বিরুদ্ধে।

ইনডোর স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফের সবুজ গালিচায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আবারডিনের নর্থ সি ফুটবল ক্লাব শেষ পর্যন্ত স্বাগতিক এডিনবরার স্কটবাংলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলার প্রথমার্ধে আবারডিনের নর্থ সি ৩-১ গোলে এগিয়ে ছিল। বিরতির পর এডিনবরার স্কটবাংলা স্পোর্টিং ক্লাব আরেকটি গোল পরিশোধ করে হারের ব্যবধান কমায়। ছুটির দিনে বিপুলসংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন। খেলা পরিচালনায় ছিলেন স্কটল্যান্ডের একজন লাইসেন্সধারী রেফারি।

খেলা শেষে হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী দুই দল ও সেরা খেলোয়াড়ের পুরস্কার ছাড়াও দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয় এডিনবরার চ্যারিটি সংস্থা রিয়াসত আজিম ও রবিউন নেসা ফাউন্ডেশনের সৌজন্যে।

পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদান করেন এডিনবরা থেকে নির্বাচিত স্কটিশ পার্লামেন্ট সদস্য ও শ্যাডো কালচারাল মিনিস্টার ফয়সল চৌধুরী, স্কটল্যান্ডে বাংলাদেশের সাবেক অনারারি হাইকমিশনার ওয়ালি তসর উদ্দিন, বাংলাদেশি কমিউনিটি লিডার আবদুল মুকতাদির চৌধুরী, আবদুল মুহিদ খান বাদশা, শাহনুর চৌধুরী, আইনজীবী মিয়া মোস্তফা, সেলিম মিয়া, আতাউর রহমান, বদরুল হোসেন বাবু, আবদুল কাদির, আবারডিন থেকে নির্বাচিত কাউন্সিলর নুরুল হক আলী, মোহাম্মদ আবদুল মোসাব্বিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন জালাল আহমদ, আসাদ্দর আলী, আসাদ মিয়া, লিটন আহমদ, আবদুল মিয়া লিটন, কামাল আহমদ, সায়েম আহমদ, জাহাঙ্গীর আহমদ, সেলিম মিয়া, আফজল বকস, নুনু মিয়া, এ আহাদ প্রমুখ। প্রতিযোগিতার আয়োজক আইনজীবী মিয়া মোস্তফা, আতাউর রহমান ও আজিজুর রহমান সুলতান, স্পনসর রিয়াসত অ্যান্ড রবিউন মিয়া ফাউন্ডেশনের শামীম হোসেন, সেলিম মিয়াসহ প্রচুর উৎসাহী ক্রীড়া অনুরাগী বাংলাদেশি কমিউনিটির নেতারা।