বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া চ্যাপটারের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া চ্যাপটারের ১৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হ্যায়াত রিজেন্সি সান ফ্রান্সিসকো হোটেলে ২ থেকে ৩ মার্চ দুই দিনব্যাপী এই আয়োজোনে ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের বাংলাদেশি চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। নর্থ আমেরিকার বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের এই সংগঠনের উদ্দেশ্য নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে পেশাগত উন্নয়নে সহায়তা করা। মূলধারার চিকিৎসক সংগঠনের সঙ্গে কাজ করার মাধ্যমে লোকাল কমিউনিটিতে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ থেকে নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য সুযোগ তৈরি করাও এ সংগঠনের উদ্দেশ্য।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইমপাওয়ারিং ফিজিশিয়ানস টু ট্রান্সফরম কমিউনিটি’। সম্মেলনে একটি সফল বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসাবিজ্ঞানের নতুন উদ্ভাবন নিয়ে কথা বলেন অশগ্রহণকারী চিকিৎসকেরা। গালা নাইটে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান বক্তব্য দেন। সম্মানিত অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া স্পিরেতোষ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড টেলি হেলথ ইনিশিয়েটিভের সিইও শারন অ্যালেন।

টেলিহেলথ কীভাবে সারা বিশ্বের চিকিৎসাব্যবস্থাকে কাছাকাছি নিয়ে আসছে—তার ওপর আলোকপাত করেন তিনি। মাহফুজুর রহমানের নেতৃত্বধীন নতুন কার্যকরী পারিষদকে অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় বাংলাদেশের জনপ্রিয় গায়ক এস আই টুটুলের সংগীতের মূর্ছনায়। আগামী বছর নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এই সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে শেষ হয় এবারের সম্মেলন।