সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সাংস্কৃতিক সন্ধ্যা ২৪ ফেব্রুয়ারি

অনুষ্ঠানের প্রচারপত্রের একাংশছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৪ ফেব্রুয়ারি সিডনির হার্টসভিলের পাঁচ তারকা সমমানের ক্লাব সেন্ট্রাল মিলনায়তনে শুধু বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ ও ব্যবস্থাপনায় জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।

এবারের সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল সোলস ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাসের সংগীত পরিবেশনা। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনও প্রকাশ করা হবে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশি চিকিৎসকদের আগাম নিবন্ধনের আমন্ত্রণ জানিয়ে আয়োজক সংগঠনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক চিকিৎসক রোকেয়া ফকির কেয়া বলেন, ‘আমরা বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছি, তবু আসনসংকট। সবার অনুরোধে নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আশা করি সবাই মিলে একটি ক্লান্তিহীন বিকেল উপভোগ করতে পারব।’