অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে যেভাবে তুলে ধরা হলো বাংলাদেশকে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত দেশটির বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসবে তুলে ধরা হয় বাংলাদেশকে। উৎসবে বাংলাদেশকে উপস্থাপন করে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহুসাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এবারের উৎসবে ৭০টিরও বেশি দেশের কূটনৈতিক মিশনের সংযুক্ততা এবং ৩৫০টিরও বেশি সংগঠনের অংশগ্রহণ ছিল। এবারের উৎসবে বহুজাতিক দুই লক্ষাধিক মানুষের সমাগম ছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উৎসবের শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুনসহ ঐতিহ্যবাহী পোশাকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এতে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। এ ছাড়া উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও বাংলা সংগীত পরিবেশনসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।
উৎসবে বাংলাদেশি স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রতি তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন। স্টলটিতে আর প্রদর্শন করা হয় বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্রশিল্পের নানা কারুকার্য–সম্বলিত দ্রব্যাদি, তা ছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়।
এ সময় স্টলে আসা দর্শনার্থীদের বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। উৎসবে বাংলাদেশকে উপস্থাপন নিয়ে বাংলাদেশের হাইকমিশনের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, ‘দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করা সম্ভব হবে।’