মিশিগানের ইফতার পরিণত হয়েছিল সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়, পেশাজীবীদের মিলনমেলা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) বার্ষিক ইফতার ও ডিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার পরিণত হয়েছিল সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও পেশাজীবীদের এক মিলনমেলা। এই ইফতার উপলক্ষে এ দিন সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও পেশাজীবীরা মিলিত হয়েছিলেন। মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে ৯ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন সিটির আইওনা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্টজন, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় ও নাগরিক নেতা এবং ফেডারেল, রাজ্য, কাউন্টি এবং স্থানীয় সরকার থেকে নির্বাচিত কর্মকর্তারা অংশ নেন।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সন্ধ্যায় ওয়ালি কবিরের কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়, এরপর সাবেক সেক্রেটারি জেনারেল এবং বর্তমান উপদেষ্টা সুমন কবির স্বাগত বক্তব্য দেন। সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ স্থানীয় কমিউনিটি নেতাদের স্বীকৃতি ও সম্মান জানান, যার মধ্যে রয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন এবং আহাদ মোহাম্মদ, সেই সঙ্গে উপদেষ্টা আহাদ আহমেদ, লুৎফুল বারি নিয়ন, আমিনুর রশিদ চৌধুরী এবং এন ইসলাম শামিম।
তাহমিদ হাসান চৌধুরী উপস্থিত নির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। কর্মসূচিতে ইসলামিক স্কলার সৈয়দ খানের রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন। এরপর অংশগ্রহণকারীরা ইফতার ও দোয়ায় অংশ নেন। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।