সিডনিতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাবিষয়ক সেমিনার

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। বাংলাদেশ হাইকমিশন অস্ট্রেলিয়ার এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়,  ১৮ সেপ্টেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সেমিনার। সেমিনারে দেশটির বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সেমিনারে ভার্চ্যুয়াল ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ থেকে একযোগে অংশগ্রহণ করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানেরা।

সেমিনারে তথ্যপ্রযুক্তিবিষয়ক বাণিজ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ব্যাপক সম্ভাবনার কথা জানান এ সময় আল্লামা সিদ্দিকী। তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ে এবং আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে আউটসোর্সিং করার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোরঞ্জন পাল প্রমুখ।

সেমিনারের আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম।