কুয়েতে মরুর বুকে নারীদের শীতকালীন পিকনিক

কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে ধু ধু মরুভূমি আবদালিতে গত শুক্রবার (২৬ জানুয়ারি) হয়ে গেল বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন। শীতের মনোরম আবহাওয়ায় শিশু–কিশোর, তরুণ-তরুণী, নবীন–প্রবীণসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন-কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারও কোনো ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখর হয়ে উঠেছিল বিশালাকার বনভোজন স্পট। দুপুরের মধ্যাহ্নভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু–কিশোর, পুরুষ–নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার মৌসুমী বলেন, ‘নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়’—এ স্লোগান সামনে রেখে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয় প্রবাসের মাটিতে।