সিডনিতে বইমেলা কাল, থাকছেন আনিসুল হক, প্রথমা'র স্টলও

আনিসুল হক
ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে বইমেলা। আগামীকাল রোববার ৩ মার্চ সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী চলবে এই বইমেলা। এবারের বইমেলায় বিশেষ আমন্ত্রণে আজ সিডনি পৌঁছেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এ ছাড়া, এবারের বইমেলায় আরও থাকছে বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রথমা প্রকাশনের বইয়ের স্টল।

সিডনি পৌঁছে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় আনিসুল হকের। তিনি সবাইকে বইমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘সিডনি আগেও এসেছি, এবার অনেকদিন পর এলাম। সিডনির অ্যাশফিল্ড পার্কের একুশে বইমেলায় থাকছি আমি। সিডনির সাহিত্যপ্রেমী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

সিডনির একুশে বইমেলায় এবার থাকছে প্রথমা প্রকাশনার স্টল। বইমেলার বিশেষ অতিথি আনিসুল হকের লেখা বইসহ আরও থাকছে দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের বই। বাংলাদেশের ফেব্রুয়ারি মাসজুড়ে চলা বইমেলার আদলে সিডনিতে এবারেও দিনব্যাপী একুশে বইমেলা চলবে। মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানান বইয়ের স্টল।

এ ছাড়া মেলার সূচিতে আরও থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। তা ছাড়া বাংলা সাহিত্যের অংশ হিসেবে মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়ে একুশে বইমেলার আয়োজক একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘এবারের বইমেলায় অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় লেখক আনিসুল হককে। বইমেলায় বইয়ের এমন মহতী একজনকে পাওয়া আমাদের সৌভাগ্য। সকলের উপস্থিতি কামনা করছি।’