একতারা মুক্তমঞ্চে ভারতের সর্ববৃহৎ কবিতা উৎসব উদ্বোধন করবেন ব্রাত্য বসু

ভারতের পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রতিবছর ভারতের সর্ববৃহৎ কবিতা উৎসব গর্বের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কলকাতায় রবীন্দ্রসদন প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে শুরু হচ্ছে সর্ববৃহৎ কবিতা উৎসব। একতারা মুক্তমঞ্চে ভারতের সর্ববৃহৎ কবিতা উৎসব উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিশেষ অতিথি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার উপস্থিত থাকবেন।  

রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, বাংলা আকাদেমি সভাগৃহ, জীবনানন্দ সভাঘর, অবনীন্দ্র সভাঘর, নন্দন-৩, চারুকলা পর্ষদসংলগ্ন প্রাঙ্গণ ও একতারা মুক্তমঞ্চে তিন দিন চলবে বহু কবির কবিতা পাঠ ও বাচিক শিল্পীদের আবৃত্তি পরিবেশন।

কবিদের সঙ্গে প্রথম দিন শিশির মঞ্চে কবিতা পাঠ করবেন কবি ফারুক আহমেদ। রবীন্দ্রসদনে বহু কবি ও বাচিক শিল্পীর ভিড় থাকবে চোখে দেখার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে রবীন্দ্রসদন চত্বরসংলগ্ন প্রাঙ্গণে ৪-৬ জানুয়ারি ২০২৪ কবিতা উৎসবের আয়োজন বেশ জমে উঠবে প্রতিবছরের মতো।

কবিতা উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক আলোচনা, স্মারক সম্মান, কবিতার গান, কীর্তন, কাব্যনাট্য পাঠ, সম্মেলক, কথাবিন্যাস, কবিতা কনসার্ট, স্ট্রিম কনসার্টসহ আলোচনা সভা, কবিতা পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিতা উৎসবের শুরুর দিন রবীন্দ্রসদন প্রাঙ্গণের শিশির মঞ্চে কবিতা পাঠ করবেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।