বার্নে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনুষ্ঠানে বার্নের আশপাশের বিভিন্ন ক্যান্টনে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন
ছবি: মশিউর রহমান

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে বার্নের স্থানীয় একটি হলে সুইসপ্রবাসী বাংলাদেশিরা ঈদ পুনর্মিলনীর এই আয়োজন করে। এতে বার্নের আশপাশের বিভিন্ন ক্যান্টনে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন।

একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, হইচই, খাওয়াদাওয়া এবং শিশুদের কলকাকলিতে মুখর ছিল ঈদ পুনর্মিলনীর আয়োজন। জেনেভা, জুরিখ, লুসান, সলোথার্ন, বাসিল ক্যান্টন এবং সীমান্তবর্তী দেশ ফ্রান্স ও জার্মানি থেকেও কিছু প্রবাসী সপরিবার অনুষ্ঠানে যোগ দেয়। গান, আনন্দ আড্ডায় অংশগ্রহণ করতে পেরে অনেক প্রবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অনুষ্ঠানের মঞ্চে কেক কাটছেন বিশিষ্টজনেরা
ছবি: মশিউর রহমান

অনুষ্ঠানে বিভিন্ন ক্যান্টন থেকে সপরিবার আসেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সর্ব–ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মিয়া, জেনেভা থেকে মহিবুল হাসান, সলোর্থান থেকে নজরুল ইসলাম, আজহার হোসেন, সংগঠক আজাদ আকন, রফিকুল ইসলাম, রতন খান, শামীম বিশ্বাস, জিকু বাদল, কাউসার মিয়া, মশিউর রহমান, জুরিখ থেকে প্রবাসী সাংবাদিক বাকী উল্লাহ খান, নারী নেত্রী ও সংগঠক সুলতানা খান দম্পতি এবং জনপ্রিয় সংগীতশিল্পী রূবিনা আলম করবীসহ অনেকেই।

বাংলাদেশি কমিউনিটি বার্নের প্রবাসীদের অনুরোধে মঞ্চে উঠে কেক কাটেন প্রবীণ ব্যক্তিত্ব বি রতন, নজরুল ইসলাম, এম সাফি, আনিসুর রহমান, মইনুল হক খান, শাহ নেওয়াজ রহমান ও মুজিবুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতিকুর রহমান। প্রবাসী নারীদের হাতে তৈরি দেশি পিঠা, পায়েসের বিপুল সমাহারে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়। পরে মাসুম ও তাঁর সহযোগী দলের সহযোগিতায় সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।