সিডনিতে ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন
সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের আয়োজনে ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে পতাকা উত্তোলন ও সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স।
এছাড়া, অন্যান্যদের মধ্যে রাজ্যের বিরোধীদলীয় নেতা মার্ক স্পিকম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রবাসী কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন। বিরোধী দলীয় নেতা স্পিকম্যান বাংলাদেশের শিক্ষা ও ক্রিকেট খাতের উন্নয়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ৪১টি দেশের কূটনীতিক ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ান আর্মি ব্যান্ডের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গত বছরের মতো এবারও সিডনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।