কানাডায় শিশু-কিশোরদের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা
রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা কানাডার আয়োজনে দেশটির টরন্টোতে শিশু-কিশোরদের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা গত রোববার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি চিত্রা সরকারের শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ‘ক’ এবং ‘খ’ বিভাগে শিশু-কিশোরদের একের পর এক নিবেদনে পিনপতন নীরবতায়, মুগ্ধ হয়ে শুনছিলেন তাদের অভিভাবক এবং আগত অতিথিরা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট গুণীজন পার্থ সারথী সিকদার, সুনীল গোমেজ, জিবিনা সঞ্চিতা হক এবং সোনালী রায়। তবলায় সঙ্গত করেন চিন্ময় কর।
এদিকে আগামী ৪ মে সংস্থার আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে এবং ওই অনুষ্ঠানে প্রতিযোগীদের সনদ এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে নিকট ভবিষ্যতে শিশু-কিশোরদের জন্য রবীন্দ্রসংগীতের কর্মশালা আয়োজন এবং আসছে বছর একটি রবীন্দ্র সন্ধ্যা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সভাপতি চিত্রা সরকার।