বর্ণাঢ্য আয়োজনে এডিনবরায় বাংলা নববর্ষবরণ

১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিনে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বসেছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাংলার চিরায়ত খাবারের অনুপম আয়োজন। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণ উৎসব রূপ পায় এক আনন্দ উৎসবের!

এডিনবরার সাংস্কৃতিক সংঘটন থিসল-শাপলা কালচারাল গ্রুপের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন রেস্তোরাঁয় আয়োজিত হয় শুভ নববর্ষবরণ অনুষ্ঠানমালা। প্রবাসে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এ উৎসবের।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে থিসল-শাপলা কালচারাল গ্রুপের চেয়ারম্যান ফখরুল মাজুম ইসলাম বলেন, ‘প্রবাসে বর্ষবরণের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মধ্যকার আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে।’ তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্কটিশ পার্লামেন্টের সদস্য ও শ্যাডো কালচারাল মিনিস্টার ফয়সল আহমদ চৌধুরী প্রবাসের ব্যস্ততার মধ্যেও এ রকম চমকপ্রদ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ভূয়সী প্রশংসা করেন।

বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনায় আরও অংশগ্রহণ করেন স্কটল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি সংঘটক শাহনূর চৌধুরী, মীর শাহজাহান, বদরুল হুসেইন বাবু ও নাজমুল আহসান শামীম। সংগীত পরিবেশন করেন জনি হক ও বাউল রাজ্জাক খান। কবিতা আবৃত্তি করেন ফখরুল ইসলাম ও বদরুল হুসেইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সৈয়দ আনোয়ার হোসেন।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে দুপুরের খাবার পরিবেশন করা ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে। বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি গৃহিণীরা ঘরে তৈরি হরেক রকমের দেশীয় মুখরোচক খাবারের সমাহার করেন। মেনুতে ছিল ইলিশ ভাজা, সাদা ভাত, শুঁটকিসহ কয়েক পদের ভর্তা, সবজি, ডাল ও মাংস। সবশেষে বাসায় তৈরি দেশীয় রসগোল্লা পরিবেশন করা হয়।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।