‘এভাবেও ভালোবাসা যায়’

অলংকরণ: মাসুক হেলাল

এভাবেও ভালোবাসা যায়
নিখাদ প্রেমের নির্যাসে ভরা
কোমল মনের গভীর ছোঁয়ায়
শুকনো গাছের গুঁড়ির মাঝে
সবুজ পাতার কুঁড়ি আনা যায়
এভাবেও ভালোবাসা যায়।
এভাবেও ভালোবাসা যায়
একটু আদর–সোহাগমাখা
সঞ্জীবনী সুরার ধারায়
খরায় ফাটা জমির বুকে
সোনালি ফসল ফলানো যায়
এভাবেও ভালোবাসা যায়।
এভাবেও ভালোবাসা যায়।
দরদে ভরা মায়াবী চোখের
হাস্যোজ্জ্বল মুখ-ইশারায়
কষ্টে ভরা জীবন যাদের
অন্ধ চোখে আলো দেওয়া যায়
এভাবেও ভালোবাসা যায়।

**দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন [email protected]