সিডনিজুড়ে বাঙালির দুর্গোৎসব উদ্‌যাপিত

পূজার উৎসবে মেতেছে সিডনি প্রবাসী বাঙালিরা
ছবি: সংগৃহীত

ঢাক-ঢোলের বাদ্য-কহনে আর পঞ্চপ্রদীপের আলোড়নের মধ্য দিয়ে সিডনিজুড়ে পালিত হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এবার পূজা উদ্‌যাপন নিয়ে বাড়তি উৎসবমুখর পরিবেশ বইছে শহরটিতে বসবাসরত বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে। কেননা, বিগত কয়েক বছর করোনাকালীন সংকটের কারণে বিশাল পরিসরে পূজার আয়োজন সম্ভব হয়নি। মহালয়া থেকে মহাদশমী, এবার সব আয়োজন হয়েছে জাঁকজমকপূর্ণভাবে।

সিডনি প্রবাসী বাঙালিরা পূজার উৎসবে
ছবিঃ সংগৃহীত

সিডনির প্রায় সব উপশহরে পূজামণ্ডপ তৈরি করা হয়। স্থানীয় হিন্দুধর্মাবলম্বী বাংলাদেশিরা পরিবার নিয়ে উপস্থিত হন নিজ নিজ পূজামণ্ডপে। অনেকে আবার ঘুরে এসেছেন বিভিন্ন শহরের পূজামণ্ডপেও। পূজার এ সময়ে সিডনির বাঙালিপাড়াগুলো মেতে উঠেছিল উৎসব–আমেজে। আলোকিত হয়েছিল আলোকসজ্জায়। পূজা উপলক্ষে সাধারণত অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সংগঠন আয়োজন করে দুর্গাপূজা উদ্‌যাপন উৎসবের। বিশ্বের সব মানুষের শান্তি কামনা এবং সুখ ও সমৃদ্ধি লাভের প্রার্থনা করা হয় শারদীয় দুর্গাপূজার আয়োজনে।