প্রবাসীদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার
পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রবাসীদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লাব ইফতার মাহফিলের আয়োজন করে। গতকাল শনিবার লিসবনের দিজাজ রেস্তোরাঁর হলরুমে ইফতারপূর্বক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক ও সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানি ইমাম ও খতিব কায়েছ আহমদ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সহসাগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরওয়ার। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবসায়ী নেতা আবদুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্দোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং সদস্যসচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন ব্যাপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান, শাহীন আহমদ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি এস এম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহসম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান, চৌধুরী আকবর প্রমুখ।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]