জেনেভায় মুম্বাই সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী পালন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পোস্টার প্রদর্শনীছবি: সংগৃহীত

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী পালন করা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এ উপলক্ষে গত ২৪ নভেম্বর জাতিসংঘের সামনে ব্রোকেন চেয়ারে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজম (আইসিএটি ফাউন্ডেশন) আয়োজন করে দিনব্যাপী পোস্টার প্রদর্শনীর।

পোস্টার প্রদর্শনীর উদ্যোক্তা মানবাধিকারকর্মী ও লেখক প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘আজ আমরা জেনেভায় জাতিসংঘের সামনে প্রতিবাদ করছি। ভয়ংকর ও বর্বর সন্ত্রাসী হামলার স্মরণে এ আয়োজন।

১৫ বছর আগে ঘটে যাওয়া নিন্দনীয় এ সন্ত্রাসী হামলা প্রতিবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুক্তভোগীদের এবং তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রত্যাশা করি।’

প্রতিবছর সুশীল সমাজ ও মানবাধিকারকর্মীরা জাতিসংঘের জেনেভার সামনে এসে মুম্বাইয়ে ভয়াবহ ও বর্বর সন্ত্রাসী হামলার পোস্টার প্রদর্শন করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আইসিএটির মহাসচিব বিরো দিওয়ারা।