সিডনিতে ক্যানসার নিরাময়ের লক্ষ্যে নতুন বাংলাদেশি সংগঠনের যাত্রা শুরু

সিডনিতে ক্যানসার নিরাময়ের লক্ষ্যে নতুন বাংলাদেশি সংগঠনের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যানসার নিরাময়ের লক্ষ্যে নতুন সংস্থা উদয় ইনক সংগঠিত হয়েছে। দেশটির অন্যতম ক্যানসার নিরাময় সংগঠন ক্যানসার কাউন্সিল অব নিউ সাউথ ওয়েলসের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অলাভজনক এ সংগঠনটি চালু হয়েছে। সংগঠনটি বাংলাদেশিসহ দেশটির বহু সাংস্কৃতিক তরুণ-তরুণীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করবে। ক্যানসার কাউন্সিলকে তহবিল সংগ্রহ করে দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

উদয় ইনক সংগঠনটির যাত্রা শুরু করেছেন সিডনিপ্রবাসী বাংলাদেশি নারী লায়লা আরজুমান। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ক্যানসার গবেষণায় ডক্টরেট ডিগ্রি অর্জন শেষে দেশটিতে ক্লিনিক্যাল গবেষক হিসেবে কাজ করছেন।

লায়লা আরজুমান বলেন, ‘গবেষণার তথ্যমতে, প্রতি দুজনের একজন অস্ট্রেলিয়ান তাঁর জীবদ্দশায় ক্যানসার আক্রান্ত হবেন। উদয় সংগঠনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে রাজ্যের ক্যানসার গবেষকদের জন্য তহবিল সংগ্রহ করা, যা দিয়ে গবেষকেরা নতুন ওষুধ ও প্রতিকার খুঁজে বের করতে পারেন। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো ক্যানসারমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা।’

এ কার্যক্রমে কেউ অংশগ্রহণ করতে চাইলে লিংক ব্যবহার করার অনুরোধ করেছেন আয়োজকেরা।