সিডনিতে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৯ এপ্রিল

বাংলাদেশের ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন ছাত্রদের জন্য আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য এক পুনর্মিলনী অনুষ্ঠান। আগামী শনিবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির লিভারপুলের স্কাইভিউ সেন্টারে অনুষ্ঠিত হবে এ জমকালো সম্মিলন।

অনুষ্ঠান উপলক্ষে ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এক ভিডিও শুভেচ্ছাবার্তায় বলেন, ‘ঢাকা কলেজের গৌরবময় ইতিহাসের ধারক-বাহক হিসেবে আপনাদের এ আন্তর্জাতিক উদ্যোগ আমাদের জন্য গর্বের। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা কলেজের ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দেবে।’

অস্ট্রেলিয়া অ্যালামনাইয়ের সভাপতি প্রযুক্তিবিদ আবু তারিক বলেন, ‘এটি আমাদের প্রথম বড় পরিসরের সম্মিলন। ইতিমধ্যেই অনেক অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও সম্মাননা প্রদানের মাধ্যমে সাজানো হচ্ছে আয়োজন।’

অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, ‘অনুষ্ঠানে ঢাকা কলেজের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমরা কিছু করব। সবাই বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করছি।’

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]