জাপানের নারা শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
জাপানের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত ‘নারা’ শহরে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলনমেলা। গত রোববার এই মিলনমেলা বসে।
শহরটিতে শতাধিক বাংলাদেশি আছেন। তাঁরা আগে যেকোনো অনুষ্ঠান বা পুনর্মিলনীতে ওসাকায় যেতেন। তাই নিজেদের শহরে অনুষ্ঠান করার ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা তাগিদ ছিল। অবশেষে সবার আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়।
মিলনমেলায় উপস্থিত হয়েছিলেন নারা প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা। কেউ একা আসেন, আবার কেউ আসেন দল বেঁধে। প্রবাসীদের সরব উপস্থিতিতে নারা কমিউনিটি হলরুম এক টুকরো বাংলাদেশে রূপ নেয়।
অনুষ্ঠান সফল করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আলতাফ উল আমিন। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে জানতে পারবে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠবে।
আশরাফুল আলম রানা বলেন, ‘নারা প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি ভাইবোনেরা বৃষ্টি উপেক্ষা করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রবাসীদের এই ধরনের মিলনমেলা শুধু মনের খোরাকই জোগায় না, দেয় অনাবিল শান্তি। বিদেশের মাটিতে দৃঢ় করে ভ্রাতৃত্বের বন্ধন। এই ধারা বজায় থাকুক, এই প্রত্যাশা করি।’
নারা শহরে আগত নতুন বাংলাদেশিদের স্বাগত জানান মোহাম্মদ কিতানু। বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোহাম্মদ দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে নারা শহরে বসবাসরত বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে এনে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।