অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্দার্ন ইতালির কংগ্রেস অনুষ্ঠিত

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্দার্ন ইতালির (এবিএসএনআই) দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জানুয়ারি) ইতালির ভেনিস শহরে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এবারের কংগ্রেসে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের একটি ভিডিও বার্তা কংগ্রেসে দেখানো হয়েছে। তিনি বার্তায় শিক্ষার্থীদের ইতালিতে তাঁদের পড়াশোনা এবং পেশাগত ক্যারিয়ারে দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। পররাষ্ট্রসচিব ভিডিও বার্তায় আশা করেন মেধা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক ইতালীয় চাকরির বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। মনিরুল ইসলাম শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সেরাটা ব্যবহার করে নিজেদের আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যে দূতাবাস এবং কনস্যুলেট সর্বদা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা (বিশেষ করে কাগজপত্র) করতে প্রস্তুত আছে। যাতে শিক্ষার্থীরা কোনো ঝামেলা ছাড়াই তাঁদের পড়াশোনায় অংশ নিতে পারেন।

ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রাফায়েলো কসু বলেন, উচ্চশিক্ষায় বিনিয়োগের জন্য বাংলাদেশ সঠিক পথে রয়েছে। ভেনিসে বাংলাদেশের অনারারি কনসাল ফ্যাব্রিজিও ডি অ্যাভিনো ইতালিতে ওয়ার্ক পারমিট পাওয়ার প্রক্রিয়াসহ ইতালিতে সাংস্কৃতিক বিনিময় এবং সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

কংগ্রেসের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে রঙিন করে তোলেন। বিজ্ঞপ্তি