অ্যারিজোনায় ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বনভোজন উদ্‌যাপন

ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইবিএ) অ্যারিজোনা চ্যাপ্টারের উদ্যোগে গত ১৯ নভেম্বর দিনব্যাপী বার্ষিক বনভোজন উদ্‌যাপন করা হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের উপকণ্ঠে চ্যান্ডলারে বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাকটর ইন্ডাস্ট্রি ইনটেলের দুটো কার্যালয় ও ফ্যাক্টরিতে শতাধিক বাংলাদেশি চাকরি করেন, যার অধিকাংশই প্রকৌশলী। তাঁদেরই সমন্বিত উদ্যোগের অ্যাসোসিয়েশন ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইবিএ) অ্যারিজোনা চ্যাপ্টার।

অ্যারিজোনার চ্যান্ডলার শহরের টাম্বলউড পার্কে আয়োজিত এ বনভোজনে ছিল ইন্টেলের মেধাবী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের এক অভূতপূর্ব মিলনমেলা; কোভিড মহামারির পর আয়োজিত অন্যতম বড় এক আয়োজন। প্রায় ২০০ অংশগ্রহণকারীর জন্য বিভিন্ন পর্যায়ে পিকনিক স্পটে বারবিকিউসহ নানা ধরনের দেশীয় সুস্বাদু খাবারের পাশাপাশি ছিল নানা রকম গেম শোয়ের আয়োজন। বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, কর্ন হোল, বড়দের দড়ি টানাটানি কিংবা মেয়েদের পিলো পাসিং—সবকিছুতেই যেন ছিল একটা স্বতঃস্ফূর্ত আনন্দের উপলক্ষ।

গত এক বছরে ইন্টেলে যোগ দেওয়া প্রায় ২৫ জন নতুন বাংলাদেশিকে আইবিএ অ্যারিজোনার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। বনভোজনে নতুনদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে জোর দেন আইবিএ অ্যারিজোনার প্রেসিডেন্ট আশফাক আনসারি।

দেশ থেকে এতটা দূরে থেকেও বাংলাদেশি আবেগ ও চেতনার জায়গা থেকে নিজেদের সংঘবদ্ধ রেখে সুন্দর সময় যাপনের বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশীয় ছাত্রছাত্রী কিংবা দেশের যেকোনো উন্নয়নে অংশগ্রহণের ব্যাপারে আইবিএ অ্যারিজোনা সর্বদা সচেষ্ট থাকে। এমপ্লয়ি রিসোর্স গ্রুপ হিসেবে ইন্টেলে এবং ইন্টেলের বাইরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে যেকোনো গঠনমূলক কাজে আইবিএ অ্যারিজোনা সক্রিয় ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরে।

দিন শেষে বিঙ্গো ও বিভিন্ন খেলায় বিজয়ী সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ভাইস প্রেসিডেন্ট নুর এ আলম সিদ্দিক, সেক্রেটারি আমিনুল এহসান আরমানসহ অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন আইবিএ অ্যারিজোনা বোর্ডের পক্ষে তাইবুর রহমান, মামুন রহমান, ডোরিন আহমেদ, শায়লা ইসলাম, আল রশিদ (রবি), নাজনিন নুপুর, ইয়াসির আরাফাত, আরিফুর চৌধুরীসহ আরও অনেকে। সবার সমন্বিত প্রয়াসে এই আনন্দঘন আয়োজন ছিল প্রবাসে একতাবদ্ধ বাংলাদেশিদের এক সুনির্মল প্রতিচ্ছবি।