অস্ট্রেলিয়াপ্রবাসী ’৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত

বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে গত রোববার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়াপ্রবাসী ’৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিডনির ইঙ্গেলবার্ন সাবার্বের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে চলে দিনব্যাপী এই আয়োজন। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী ’৯৬-৯৮ ব্যাচের সদস্যরা সপরিবার যোগ দেন।

এই আয়োজন সফল করতে আয়োজকেরা কয়েক মাস ধরে প্রস্তুতি গ্রহণ করেন। এমনকি এই উৎসব সামনে রেখে অস্ট্রেলিয়াপ্রবাসী ’৯৬-৯৮ ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গানও প্রকাশ করা হয়।

দুপুর থেকে শুরু হওয়া এ আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মধ্যাহ্নভোজের পর শুরু হয় মূল আয়োজন। বহুমাত্রিক এই আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরম্যান্স। এসব পরিবেশনায় অংশ নেন ’৯৬-৯৮ ব্যাচের সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা। পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ অনেক বিনোদনমূলক উপাদান। ফলে অনুষ্ঠানটি ছোট–বড় সবার জন্য এক মিলনমেলায় পরিণত হয়।