ম্যানচেস্টারের ওল্ডহামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর ম্যানচেস্টারের ওল্ডহামে গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের উপহাইকমিশনার কাজী জিয়াউল হাসান ওল্ডহামের কাউন্সিলর আব্দুল জব্বার ও কাউন্সিলর আব্দুল মালেককে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে ওল্ডহাম বাংলাদেশ মিলেনিয়াম কালচারাল সেন্টারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মালেক সংগঠনের নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে ওল্ডহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ওল্ডহাম আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নেতারা, জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে, একুশে ফেব্রুয়ারি উদ্যাপন পরিষদ, সুর সংগীতালয়সহ অন্যান্য সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিজ্ঞপ্তি