বস হতে এসেছি

ছবি: লেখকের পাঠানো

আমি রাজপথের ধুলো নই,
পায়ের নিচে চাপা পড়ার জন্য জন্মাইনি।
আমি ঝড়ের ডাক, বিদ্রোহের শপথ,
আমি বস হতে এসেছি!
বুকের রক্তে স্বাক্ষর করেছি,
হারে যাদের চোখ ভিজে আসে,
তাদের স্বপ্ন আমি লিখব,
তাদের ভাগ্যে আগুন জ্বালাব।
রক্তে লিখেছি প্রতিজ্ঞার ভাষা,
হার মানার গল্প আমি জানি না।
যে পায়ে বাঁধন পড়ে না কোনো দিন,
সে পায়েই রাজত্ব গড়া হয়।
সিংহাসন গড়ে ইস্পাতের বাঁধনে,
নরম হাতের গল্প নয়,
আমি শাসকের চোখে চোখ রাখব,
ভয়ের মুখোশ ছিঁড়ে ফেলব!
যে পায়ের দাগ জমে রাজপথে,
সেই পা-ই রাজত্ব দাবি করে।
আমি ক্রীতদাস নই, আমি বশ্যতা জানি না,
আমি বস হতে এসেছি!
ঠিকই পড়ছেন, আমি বস হতে এসেছি!

লেখক: হাসিবুর রহমান, শিক্ষার্থী, ভারত