মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস (জন্ম দিন, ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী) পালন করা হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশান মিশিগানের উদ্যোগে সংগঠনের মেডিসন হাইটস শহরের ডিকুইনডার রোডের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন ও অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের শুরু হয়।

সংগঠনের সব সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠান পরিচালনা উপকমিটির আহ্বায়ক লুৎফুল বারি নিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপু। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বক্তব্যের পর শুরু হয় স্মৃতিচারণামূলক আলোচনা। এতে অংশগ্রহণ করেন রবীন্দ্রনাথ শীল, শাহ খালিশ মিনার, তাহলিল আজিম চৌধুরী, সংগঠনের ট্রেজারার মোহাম্মদ আফতাব।

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে
ছবি: সংগৃহীত

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি হেলাল উদ্দিন রানা, সৈয়দ শাহেদুল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক সেলিম আহমদ, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, আশিক রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন মিশিগানের সদস্যসহ কমিউনিটির আমন্ত্রিত অনেকেই।

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃতি করেন রেজাউল করিম চৌধুরী, রুনা কোরেশী। কৌতুক পরিবেশন করেন জিয়াউল আলম চৌধুরী। সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতা বড়ুয়া।