চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ
‘নতুন মেরিটাইম সিল্ক রোড অন্বেষণ করুন এবং ফ্যাংচেংগ্যাংয়ের আকর্ষণ অনুভব করুন’—এই থিম নিয়ে চীনে গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’। এতে বাংলাদেশি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ২৫ থেকে ২৭ নভেম্বর এই ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ফ্যাংচেংগ্যাং শহরে আয়োজন করা হয়। এই শহর সুন্দর সংস্কৃতি, বাহারি খাবার ও মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বেশ সুপরিচিত।
বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এ ভ্রমণের আয়োজন করে ফ্যাংচেংগ্যাং মিউনিসিপ্যাল কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহযোগিতা করে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের তথ্য অফিস এবং সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফিস। এ সফরের উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ফ্যাংচেংগ্যাং শহর প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।
তিন দিনের সফরে পরিদর্শনকারী দলটি ফ্যাংচেংগ্যাং শহরের ইন্টারন্যাশনাল মেডিকেল ওপেন পাইলট জোন, গুয়াংশি শেংলং মেটালার্জিক্যাল কোম্পানি লিমিটেড, লেশান এনসিয়েন্ট ফিশিং ভিলেজ, বেইবু বে পোর্ট, থুহাই আর্ট ভিলেজ, চিং জাতীয়তার জাদুঘর, গোল্ডেন বিচসহ অন্যান্য আকর্ষণীয় স্থান ভ্রমণ করে।
এ সময় দলটি শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনে স্থানীয় সরকারের উদ্যোগ, শিল্প উন্নয়ন ও পর্যটনশিল্পের বিকাশ, ট্রেডিশনাল চায়নিজ মেডিসিন, গ্রামীণ লোকসংস্কৃতি, পরিবেশগত ও সবুজ উন্নয়ন, অনন্য দৃশ্য, খাবার ও সুন্দর সংস্কৃতি এবং সমৃদ্ধিশালী ফ্যাংচেংগ্যাং শহরের অভিজ্ঞতাসহ নানা কার্যক্রমে অংশ নেয়। বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইরান, পাকিস্তানসহ অন্যান্য ১৫টি দেশ থেকে ২৯ জন বিদেশি সাংবাদিক, স্কলার ও আন্তর্জাতিক ছাত্রদের একটি দল এই সফরে অংশগ্রহণ করে।