আমি কে

অলঙ্করণ: মাসুক হেলাল

আজ আমি দরিদ্র!
আমার হৃদয় আজ শূন্য
এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।
চিত্রার ঢেউ খেলানো জল
আজ আর মনে দোলা দেয় না।

জীবনের আনন্দ–বেদনার হিসাব মেলে না।

সুখ–দুঃখ পাশাপাশি।

জীবন চলছে জীবনের মতো।
আমি কে?  তা কে জানে।
ভালবাসার গভীর শ্রদ্ধা হৃদয়ে অন্তরালে
তা মানে না কেউ।
এই হতদরিদ্র আমি।
জীবন নীরবতা আর অস্পষ্টতায়!
যার হিসাব মেলে না।
এই আমি আছি তোমার মাঝে
ভালোবাসার গভীর শ্রদ্ধা হৃদয়ে অন্তরালে।

*লেখক: মো. আরফান রাশেদ, শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ, ইউনিভার্সিটাস আহমেদ দাহলান, যোগকার্তা, ইন্দোনেশিয়া

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]