আখলাকুর রহমান আখি কেটু অভিযানে পাকিস্তান যাচ্ছেন
ব্রিটিশ বাংলাদেশি এভারেস্টজয়ী পর্বতারোহী আখলাকুর রহমান আখি তাঁর আসন্ন কেটু (K2) অভিযানের অংশ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছেন। এই উপলক্ষে সম্প্রতি ম্যানচেস্টারে অবস্থিত পাকিস্তান কনস্যুলেট এক সৌজন্য সাক্ষাতের আয়োজন করে।
কনস্যুলেট জেনারেল তারিক ওয়াজির নিজে উপস্থিত থেকে আখি রহমানকে স্বাগত জানান এবং তার এই দুঃসাহসিক অভিযানের সফলতা কামনা করেন। কনস্যুলেট অফিসে আয়োজিত এই সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আখি রহমানের বড় ভাই লুথফুর রহমান, মেজর তারেক এবং পিবিটিভির হেড অব নিউজ বশির আহমদসহ আরও অনেকে।
তারিক ওয়াজির বলেন, “আখি রহমানের এই সফর কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি আরো বলেন, পাকিস্তান সফরের সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বাপারে সহায়তা করা হবে। তিনি আখি রহমানের সার্বিক সাফল্য এবং সুস্থতা কামনা করেন।
আখি রহমান এর আগে মাউন্ট এভারেস্ট জয় করেন। এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং অন্যতম বিপজ্জনক পর্বত কেটু জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগকে দুই দেশের কমিউনিটির পক্ষ থেকেও ব্যাপকভাবে সমর্থন জানানো হচ্ছে।
আখি রহমান জানান, এই অভিযানের মাধ্যমে আমি কেবল একটি পর্বত জয় করতে চাই না, আমি চাই আমাদের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখতে শিখুক—যে স্বপ্ন কোনো সীমান্তে বাঁধা নয়।
এই সাক্ষাৎ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দুই দেশের সাংস্কৃতিক ও মানবিক বন্ধনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকল।