সিডনিতে পূজা উপলক্ষে মেলা

শিগগির উদ্‌যাপিত হতে চলেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজা সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাঙালিরা আয়োজন করেছেন দুর্গাপূজা উদ্‌যাপনের। দুর্গাপূজাকে সামনে রেখে সিডনিতে বাঙালিয়ানা আমেজে আয়োজন করা হয়েছে পূজার মেলা ও প্রদর্শনী। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে সিডনি বাঙালি কমিউনিটির উদ্যোগে কাল রোববার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শারদীয় এক্সিবিশন আয়োজিত হবে। অন্যদিকে সিডনির ইয়ু ক্রিয়েশনের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর সিডনির গ্র্যানভিলের দ্য গ্র্যানভিল সেন্টারে চলবে দশেরা এক্সিবিশন।

এসব প্রদর্শনীতে থাকছে পূজার সাজে বাঙালিদের সাজার সব উপকরণ। প্রদর্শনী থেকে দুর্গাপূজার জন্য কেনাকাটা করা যাবে—শাড়ি, অলংকার, পায়জামা-পাঞ্জাবি, জুতা, কুর্তি, বাচ্চাদের পোশাক, পূজায় ঘর সাজানোর জিনিস, মিষ্টান্নসহ আরও অনেক কিছু। মেলায় বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের হাল ফ্যাশনের বস্ত্রাদি ও অলংকারসামগ্রী প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে সপরিবার আসার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।