অস্ট্রেলিয়ায় মানব পাচার ও চোরাচালানবিষয়ক মন্ত্রী সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বালি প্রসেস ফোরামের মানব পাচার ও চোরাচালান-সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধবিষয়ক অষ্টম মন্ত্রীপর্যায়ের সম্মেলন। ১০ ফেব্রুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী অ্যাডিলেডে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নীলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর রোহিঙ্গা ইস্যু নিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাস ক্যানবেরা থেকে এসব তথ্য প্রেরণ করা হয়।

২০০২ সালে মানব পাচার ও চোরাচালান-সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধের পরিণতি সম্পর্কে আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি করতে গঠিত হয়েছিল বালি প্রসেস ফোরাম।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সহ-সভাপতিত্বে বাংলাদেশসহ ৪৫টি সদস্যদেশ রয়েছে এ ফোরামে। সম্মেলনে, বালি প্রসেসকে সমস্যার সাময়িক উপশমের পরিবর্তে অনিয়মিত অভিবাসনের মূল কারণ খুঁজে বের করার উৎস হিসেবে ব্যবহারের পরামর্শ রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তাঁর বক্তব্যে তিনি আরও জানান, বালি প্রসেসকে কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোকে অনিয়মিত অভিবাসনের মূল কারণ চিহ্নিত করে, তা মোকাবিলায় ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের সব দেশকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন। এরপর অস্ট্রেলিয়ার প্রধান দুটি সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং দ্য সিডনি মর্নিং হেরাল্ডে সাক্ষাৎকার দেন তিনি। এর আগে অ্যাডিলেডের স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।